Google search engine
প্রচ্ছদজাতীয়ঘন কুয়াশা, কলকাতার ফ্লাইট ঢাকায় অবতরণ

ঘন কুয়াশা, কলকাতার ফ্লাইট ঢাকায় অবতরণ

কলকাতায় ঘন কুয়াশার কারণে কাতার এয়ারলাইনসের একটি বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছিল।

১৫ জানুয়ারি সোমবার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম।

তিনি জানান, সোমবার রাত সোয়া ৩টায় কলকাতার আকাশ থেকে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে কাতার এয়ারলাইনসের একটি বিমান।

পরে কলকাতার আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৬টা ৩২ মিনিটে বিমানটি আবার কলকাতায় ফেরত যায় বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার জন্য কোনো বিমানের ফ্লাইট ডাইভার্ট হয়নি।

তবে দোহা, শারজাহ, সিঙ্গাপুর, গুয়াংজু, কুয়ালালামপুর, দুবাই থেকে আসা ৮টি ফ্লাইট এক থেকে তিন ঘণ্টা দেরিতে অবতরণ করেছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন