চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় রাস্তা পার হওয়ার সময় শ্যামলী গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তার নাম পীরজান বিবি (৬৫)। তিনি পরীজান বিবি কর্নেলহাট এলাকার ওয়াহিদ উল্লাহর স্ত্রী।
১৫ জানুয়ারি সোমবার সকালে কর্নেলহাট ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনয়নকারী জায়েদ আহমেদ জানান, রাস্তা পার হওয়ার সময় শ্যামলী গাড়ির ধাক্কায় তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি গোলাম রব্বানী জানান, সকালে কর্নেলহাট ওভারব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আমরা ওই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করার চেষ্টা করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।