Google search engine
প্রচ্ছদজাতীয়সরকার সমালোচনায় কর্ণপাত করে না: প্রধানমন্ত্রী

সরকার সমালোচনায় কর্ণপাত করে না: প্রধানমন্ত্রী

শুধু টাকা খরচের জন্য নয়, প্রকল্প ফলপ্রসূ ও মানুষের উপকারে আসে কি না, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, কিছু মানুষ সরকারের উন্নয়নের সমালোচনা করেই যাচ্ছে। তবে সরকার তাদের কথায় কর্ণপাত না করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।

১৪ জানুয়ারি রবিবার দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় এ কথা বলেন সরকারপ্রধান। তিনি বলেন, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদা বোধ নিয়ে কাজ করে যেতে হবে। অনেক দেশই ভাবতে পারেনি ১৫ বছরে বাংলাদেশের এতো উন্নয়ন হবে।

উন্নয়ন দেখে অনেকের মধ্যে পরশ্রীকাতরতা আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তবে সেদিকে খেয়াল না করে দেশ ও মানুষের উন্নয়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান শেখ হাসিনা।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন