প্রাথমিক ও মাধ্যমিক স্তরে শিক্ষাক্রমে প্রয়োজন হলে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর প্রথম কর্মদিবস রোববার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
নওফেল বলেন, ‘প্রাথমিক থেকে নিম্ন মাধ্যমিকে উত্তরণ করা শিক্ষার্থীদের যদি কষ্ট হয় মাধ্যমিক পর্যায়ে যেতে, সেখানে গবেষণার জন্য শুধু আলোচনা করে সেটা যে ম্যাক্সিমাম ইমপ্যাক্ট (সর্বোচ্চ প্রভাব), স্কেইলেবল ইমপ্যাক্ট, সেটা করাটা কঠিন হয়ে যায়। তাই কারিকুলাম (শিক্ষাক্রম) আছে, কারিকুলাম নিয়ে কাজ হয়েছে। কারিকুলামটা তো হঠাৎ করে আসেনি। সেটা নিয়ে আলোচনা-সমালোচনা থাকবে। এটাই স্বাভাবিক। সে আলোচনা-সমালোচনাগুলোকে মাথায় রেখেই, সেখানে দুর্বলতা থাকে, যেখানে সমস্যা থাকে…।’
শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘মূল্যায়নের জায়গায় একটা আলোচনা আছে। সেই মূল্যায়নটা যদি এমন না হয়, সেটা প্রতিবন্ধকতা হিসেবে পরিণত হয়, সেগুলোকে বিবেচনা করেই আমরা আগামী দিনগুলোতে শিক্ষা পরিবারের সবাইকে সাথে নিয়ে এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, তাদেরও কিন্তু শিক্ষাসংক্রান্ত অভিমত আছে, মতামত আছে। শিক্ষাবিদদের মতামত আছে।’
শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন আসছে কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষাবর্ষ শুরু হয়েছে। ধারাবাহিক মূল্যায়নের কাজগুলোও শুরু হয়েছে। সেখানে কাজ করতে গিয়ে দেখা যাবে যে, এই পদ্ধতি ইতোমধ্যেই আমরা শিক্ষাবিদগণ…নির্ধারণ করেছেন, সেটার মধ্যে যদি কোনো সমস্যা থাকে, সেটা আমরা দেখতে পাব।
‘দেখতে পেলে আমরা আগেও বলেছি, এটা স্থায়ী কোনো বিষয় না যে, এটা যে রিজিডলি (কঠোরভাবে) আমাদের মেনটেইন করতে হবে, তা কিন্তু নয়। সেখানে পরিবর্তন প্রয়োজনে অবশ্যই আসবে। এটা আগেও বলা হয়েছে, এখনও আমি বলছি। পরিবর্তন প্রয়োজন সাপেক্ষে অবশ্যই আসবে।’