Google search engine
প্রচ্ছদচট্টগ্রামসাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় যুবকের কারাদণ্ড

সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে মো. আবদুল মান্নান (৩৯) নামের এক যুবককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৪ জানুয়ারি) ভোরে সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।

অভিযানের সময় টপ সয়েল কাটা ও পরিবহনের জড়িত আবদুল মান্নানকে পুলিশের সহযোগিতায় হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত আবদুল মান্নান সাতকানিয়া থানার কেঁওচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিকদার পাড়া গ্রামের মুন্সি মিয়ার ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন, ‘শুষ্ক মৌসুমের সুযোগে একটি মহল কৃষি জমির টপ সয়েল কেটে বিক্রি করে দিচ্ছে। এতে কৃষি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। তাতে সামগ্রিক ফলনে নেতিবাচক প্রভাব পড়ছে।’

রোববার ভোরে কেঁওচিয়া ইউনিয়নের কলঘর এলাকায় কৃষি জমির টপ সয়েল কাটার খবর আসে। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবদুল মান্নানকে তিনদিনে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে বলেও জানান আরাফাত সিদ্দিকী।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন