হবিগঞ্জ জেলার লাখাই থানার আলোচিত ও চাঞ্চল্যকর বধুলাল হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৭)।
শুক্রবার (১২ জানুয়ারি) নগরের চান্দগাঁও থানা এবং হাটহাজারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন হবিগঞ্জ জেলার লাখাই থানার চরগাঁও গ্রামের মৃত জবান উল্লার পুত্র বাবুল মিয়া (৩৫) এবং তার ছেলে করিম মিয়া (২২)।
র্যাব জানায়, চাষাবাদের জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে হবিগঞ্জ জেলার লাখাই থানাধীন হেলারকান্দি এলাকার বাসিন্দা বধুলাল দাসের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল আসামি বাবুলের সাথে। এ নিয়ে একাধিকবার তাদের মধ্যে আপোষ মীমাংসা হয়।
গত ১১ জানুয়ারি গভীর রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আসামি বাবুল ও তার ছেলে করিম অস্ত্রসহ পূর্বপরিকল্পিতভাবে ভিকটিমের ওপর হামলে পড়ে এবং হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করে। আহত অবস্থায় ভিকটিমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত বধুলাল দাসের স্ত্রী বাদি হয়ে হবিগঞ্জ জেলার লাখাই থানায় ১৩ জনের নাম উল্লেখ করে সঙ্গে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মো. নুরুল আবছার জানান, মামলা দায়েরের পর গ্রেপ্তার এড়াতে প্রধান আসামি বাবুল মিয়া এবং তার ছেলে চট্টগ্রামে আত্মগোপন করে। হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি বাবুল মিয়াকে নগরের চান্দগাঁও থানা এলাকা থেকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে তার ছেলে এবং অপর আসামি করিম মিয়াকে হাটহাজারী থানার মদুনাঘাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।