Google search engine
প্রচ্ছদরাজনীতিদ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বর্তমান সরকারের:...

দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বর্তমান সরকারের: ওবায়দুল কাদের

দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বর্তমান সরকারের বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, যারা এই সরকারের বিরোধিতা করছেন তারাও এই সরকারের সুফলগুলো ভোগ করবে।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য কিছু মানুষ কষ্ট পাচ্ছে এটা আমরা বুঝতে পারি। দ্রব্যমূল্য কমিয়ে আনার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে বর্তমান সরকারের। এজন্য আমরা বিভিন্ন পরিকল্পনা নিয়েছি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বর্তমান সরকারকে নতুন অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। যেসব চ্যালেঞ্জ আছে সেগুলো মোকাবিলা করবো। মানুষের জীবনে রাজনীতি বলুন, অর্থনীতি বলুন সব ক্ষেত্রেই চ্যালেঞ্জ আছে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে সেই চ্যালেঞ্জ আরও কঠিন। তবে আমি মনে করি কোনো চ্যালেঞ্জই মোকাবিলা করা অসম্ভব নয়।

সেতুমন্ত্রী বলেন, আমরা যখন পদ্মা সেতুর কাজ শুরু করেছিলাম তখন কেউ ভাবেনি এটা শেষ করা সম্ভব হবে। বিশ্বব্যাংকও পাশে ছিল না। কিন্তু আমরা পদ্মা সেতু করতে পেরেছি। মেট্রোরেল দিয়ে যে এ শহর সমৃদ্ধ হবে এ কথাও কেউ ভাবেনি। কিন্তু সেটাও শেখ হাসিনার সরকার উপহার দিয়েছে। আমাদের অনেক কাজ আছে সামনে। অনেক চ্যালেঞ্জ আছে। তবে এখনো আমরা সড়কে যানবাহনের শৃঙ্খলা আনতে পারিনি। বিশ্বব্যাংকের সঙ্গে একযোগে আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি। এটা করতে পারলে রোড সেফটি নিশ্চিত হবে। আজ অনেক রাস্তা হচ্ছে। রাস্তাগুলো স্মার্ট করতে হবে। এ বিষয়গুলোও আমরা দেখব। অনেক সড়কের নির্মাণকাজ শেষ করতে হবে।

তিনি বলেন, দেশের মানুষের জন্য কাজ করেছেন আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের শক্তির উৎস জনগণ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন