Google search engine
প্রচ্ছদচট্টগ্রামহেফাজতের নায়েবে আমির মাওলানা ইয়াহিয়ার মৃত্যু

হেফাজতের নায়েবে আমির মাওলানা ইয়াহিয়ার মৃত্যু

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহাম্মদ ইয়াহিয়া আর নেই।

শুক্রবার (২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর।

আল্লামা ইয়াহিয়ার ব্যক্তিগত সহকারী মাওলানা হাবিব আনোয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসায় আল্লামা ইয়াহিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

আল্লামা ইয়াহিয়া হেফাজতের নেতৃত্বের পাশাপাশি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা) মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

এর আগে বৃহস্পতিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন