Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকভারতে আফগান দূতাবাসের কার্যক্রম স্থগিত

ভারতে আফগান দূতাবাসের কার্যক্রম স্থগিত

ভারতে আফগানিস্তানের দূতাবাসের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তালেবানের হাতে পশ্চিমা-সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ গনি সরকার উৎখাতের দুই বছর পর এমন পদক্ষেপ নেওয়া হলো।

রোববার (১ অক্টোবর) থেকে ভারতের রাজধানী নয়াদিল্লির আফগান দূতাবাসের কার্যক্রম স্থগিতের ঘোষণা কার্যকর হচ্ছে।

২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তবে এ পর্যন্ত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। অবশ্য নয়াদিল্লিতে আফগান দূতাবাসে সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনির নিয়োগ দেওয়া রাষ্ট্রদূত ও কূটনীতিকদের এত দিন কার্যক্রম চালাতে কোনো বাধা দেওয়া হয়নি।

গতকাল শনিবার (৩০ সেপ্টেম্বর) নয়াদিল্লির আফগান দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘গভীর দুঃখ, অনুশোচনা ও হতাশার সঙ্গে নয়াদিল্লিতে আফগানিস্তানের দূতাবাস তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।’ কর্মীর সংকট ও অর্থকড়ির অভাবে দূতাবাসের কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার চ্যালেঞ্জ দিন দিন বাড়ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে।

গত কয়েক মাসের মধ্যে আফগান রাষ্ট্রদূত ও জ্যেষ্ঠ কূটনীতিকেরা ভারত ছেড়ে গেছেন। যাঁরা নয়াদিল্লিতে রয়েছেন, তাঁদের মধ্যেও বনিবনা হচ্ছে না।

তবে বিবৃতিতে এ কথা অস্বীকার করা হয়েছে। এতে বলা হয়েছে, দূতাবাসের কর্মীদের মধ্যে ‘অভ্যন্তরীণ কলহসংক্রান্ত যেকোনো ভিত্তিহীন দাবিকে স্পষ্টভাবে খণ্ডন করা হচ্ছে।’ একই সঙ্গে কূটনীতিকদের ‘সংকটকে ব্যবহার করে তৃতীয় কোনো দেশে আশ্রয় চাওয়ার’ কথাও অস্বীকার করা হয়েছে বিবৃতিতে।

তত্ত্বাবধায়কের ক্ষমতাবলে ভারত সরকার দূতাবাসটির নিয়ন্ত্রণ নেবে বলে বিবৃতিতে বলা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন