Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচবিতে তাণ্ডব ও ট্রেন দুর্ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

চবিতে তাণ্ডব ও ট্রেন দুর্ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

শাটল ট্রেনের ছাদে ক্যাম্পাসে যাওয়ার সময় হেলে পড়া গাছের ধাক্কায় চবি শিক্ষার্থী আহত হওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাণ্ডব, পরিবহন ও শিক্ষক ক্লাব এবং উপাচার্যের বাংলো ভাংচুরের ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তদন্ত কামিটি দুটি গঠন করেন।

তারমধ্যে ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত কমিটিতে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ড. মোহাম্মদ সহিদউল্লাহকে আহ্বায়ক, ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. অলক পালকে সদস্য এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দর রাজ্জাককে সদস্য সচিব করা হয়েছে।

ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটিতে ইসলামের ইতিহাস ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. বশির আহমেদকে আহ্বায়ক, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দীন, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. নাজনীন নাহার ইসলামকে সদস্য এবং সহকারী প্রক্টর সৌরভ সাহা জয়কে সদস্য সচিব করা হয়েছে।

১১ সেপ্টেম্বর, সোমবার তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নুর আহমদ।

তদন্ত কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হলেও নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। এছাড়া তদন্ত কমিটি গত ৯ সেপ্টেম্বর গঠন হওয়ার কথা উল্লেখ করা হলেও গত দুইদিন ধরে তদন্ত কমিটি গঠনের বিষয়ে প্রশ্ন করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কেউই এ বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন