Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বিএনপি নেতা হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামে বিএনপি নেতা হত্যা, গ্রেপ্তার ২

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মীর আরমান হোসেন হত্যা মামলার আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। একই সঙ্গে তার সহযোগী মো. জসিমকেও গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে কুমিল্লা জেলার লাকসাম থানার কাগইয়া ও ভোলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়, বিএনপি নেতা মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামি আল আমিনকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে আরেক আসামি জসিমকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ. আর, এম, মোজাফ্ফর হোসেন বলেন, ২ জানুয়ারি বিএনপি নেতা মীর আরমানকে রগ কেটে খুন করা হয়। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন