Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলা

চট্টগ্রামে চেকপোস্টে পুলিশের ওপর হামলা

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশির সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোরশেদ খান (৩১) ও মো. করিম (৩৮)। তারা ওই অটোরিকশার যাত্রী ছিলেন।

জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে যানবাহনে তল্লাশি চালানোর সময় পাঁচজন পুলিশ সদস্যের সঙ্গে তর্কে লিপ্ত হন অভিযুক্তরা। এসময় চিৎকার করে পুলিশের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন তারা। এক পর্যায়ে পুলিশ সদস্যদের ওপর চড়াও হন।

চান্দগাঁও থানার ওসি আফতাব আহমেদ জানান, হামলায় ৫ জন পুলিশ সদস্য আহত হন। তারা হলেন- এসআই হাবিবুর রহমান, এএসআই অসিত নাথ, কনস্টেবল আব্দুস সাত্তার, আমিরুল ইসলাম ও ফরিদ শেখ।

তিনি জানান, পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধাদান ও আক্রমণ এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়া চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন