Google search engine
প্রচ্ছদজাতীয়সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

সুইজারল্যান্ডে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। সব ঠিক থাকলে ২০ জানুয়ারি দিবাগত রাতে তিনি ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তারই অংশ হিসেবে চার দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। পরে ২১ থেকে ২৪ জানুয়ারি তিনি সেখানে অবস্থান করবেন এবং সব আনুষ্ঠানিকতা শেষে ২৪ জানুয়ারি দাভোস থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

সম্মেলন ছাড়াও ড. ইউনূস বিভিন্ন আন্তর্জাতিক নেতা, সংস্থার প্রধান, কোম্পানির সিইও এবং উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক ও সাক্ষাৎ করবেন। পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমেও সাক্ষাৎকার দেয়ার কথা রয়েছে তার।

জানা গেছে, প্রধান উপদেষ্টার পূর্ণাঙ্গ সূচি নিয়ে এখনও কাজ করছে উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়। গুরুত্ব বিবেচনায় কর্মসূচিতে করা হচ্ছে যোজন-বিয়োজনও।

প্রসঙ্গত, গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর যুক্তরাষ্ট্র দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন ড. ইউনূস। নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন তিনি। দ্বিতীয় সফরে নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন তিনি।

সবশেষ ডি-৮ সম্মেলনে যোগ দিতে ডিসেম্বরে মিশর সফর করেন প্রধান উপদেষ্টা। তিনটি সফরেই বহুপক্ষীয় ফোরামের অংশগ্রহণ ছিল। এখন পর্যন্ত তিনি দ্বিপক্ষীয় কোনো সফর করেননি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন