Google search engine
প্রচ্ছদজাতীয়উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এএফ হাসান আরিফের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আজ সোমাবর সকাল ১০টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, সোমবার (২৩ ডিসেম্বর) দেশের সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এতে আরও বলা হয়, উপদেষ্টা হাসান আরিফের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি অন্যান্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

আজ সকাল সাড়ে ১০টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা হাসান আরিফ। তার মেয়ে দেশের বাহিরে থাকায় সোমবার তাকে সমাহিত করার সিদ্ধান্ত হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন