বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ চাই। যে বাংলাদেশ বিদেশি সবাইকে বন্ধু হিসেবে দেখবে কাউকেই প্রভু হিসেবে মেনে নেবে না। যে দিকে হাত বাড়বো সেদিকে বন্ধুর হাত পেতে চাই, কোনো আগ্রাসী হাত দেখতে চাই না।
গতকাল রোববার সকালে খুলনা মহানগরীর খানজাহান আলী থানা জামায়াত আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, আমরা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদেরকে এক মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না। আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আমাদের এ ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে।
দলীয় কর্মিদের উদ্দেশ্য করে তিনি বলেন, জ্ঞানের আলোয় নিজেদের সমৃদ্ধ করতে হবে। কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মানুষের বিপদে বন্ধু হয়ে পাশে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে আশা জাগাতে হবে, যে এ সমাজের উত্থান সম্ভব। এটাকে একটা শ্রেষ্ট জাতি হিসেবে দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।
খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি ছিলেন জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা এমরান হুসাইন, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যাপক মাহ্ফুজুর রহমান, অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।