Google search engine
প্রচ্ছদচট্টগ্রামশুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগ, চট্টগ্রামে বিলাসবহুল গাড়ি জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগ, চট্টগ্রামে বিলাসবহুল গাড়ি জব্দ

শুল্ক ফাঁকি দিয়ে আমদানির অভিযোগে চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকা থেকে একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। সোমবার (২৫ নভেম্বর) বিকেলে পশ্চিম খুলশীর রোজ ভ্যালি হাছান টাওয়ার-১ থেকে গাড়িটি জব্দ করা হয়। পরবর্তীতে গাড়িটি চট্টগ্রাম কাস্টমস গুদামে জমা রাখা হয়।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, গাড়িটির গায়ে ‘NISSAN PATROL’ লেখা রয়েছে। কিন্তু গাড়িটির চেসিস নম্বর দিয়ে ওয়েবসাইটে সার্চ করে ‘NISSAN SAFARI’ পাওয়া যায়। অন্যদিকে গাড়িটির মালিকের প্রতিনিধি মো. পারভেজ আমদানি সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গাড়িটি আমদানি সংক্রান্ত কোন কাগজের ভিত্তিতে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে তা জানতে চেয়ে বিআরটিএ কার্যালয়ে যোগাযোগ করা হলে তারাও কোনো ডকুমেন্টস দিতে পারেনি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের মো. বিল্লাল হোসেন বলেন, শুল্ক ফাঁকির প্রাথমিক সন্দেহ থাকায় গত ১৭ নভেম্বর মালিকের কাছে সাময়িক আটক করা হয়েছিল। পরবর্তীতে এটি মালিকের শ্যালক মো. পারভেজের জিম্মায় দেওয়া হয়। সোমবার সবশেষ গাড়িটি জব্দের সময় জিম্মা নেওয়া পারভেজ একটি হলফনামা উপস্থাপন করেন। যেটিতে লেখা রয়েছে, গাড়িটি ওসমান গনি মেঘনা সিডস ক্রাসিং লিমিটেড থেকে দেড় কোটি টাকায় ক্রয় করেছেন। যাবতীয় কাগজপত্র বুঝে পেয়েছেন এবং সরকারি রাজস্ব সংক্রান্ত কোনো জটিলতার উদ্ভব হলে তিনি তার সম্পূর্ণ দায়দায়িত্ব বহন করবেন। কিন্তু কাস্টমস গোয়েন্দা টিমের কাছে পারভেজ গাড়ি আমদানি সংক্রান্ত দলিলাদি উপস্থাপন করতে পারেননি। মেঘনা সিডস ক্রাসিং লিমিটেডের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হলে তারাও আমদানি কিংবা ক্রয় সংক্রান্ত কোনো দলিলাদি খুঁজে পাননি বলে আমাদেরকে জানান।

তিনি আরও বলেন, ঢাকা মেট্রো-ঘ-১৫-২৩২৪ নম্বরধারী গাড়িটি আটক করা হয়েছে। এটির আনুমানিক শুল্ক ১০ কোটি টাকা। কীভাবে গাড়িটি ছাড় নেওয়া হয়েছে এবং কোন কাগজের ভিত্তিতে এটির রেজিস্ট্রেশন হয়েছে তা তদন্ত করা হচ্ছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন