Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

চট্টগ্রামে বিএনপির ৪ নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম নগরের বিএনপির চারজন নেতাকে সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে তাদের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের সহযোগিতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দেয়ার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়।

চার নেতা হলেন- আকবর শাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সেলিম, সহ-সভাপতি রেহান উদ্দিন, উত্তর পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ এবং আকবর শাহ থানা যুবদলের সাবেক সদস্যসচিব ইলিয়াস খান।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিএনপি এবং অঙ্গসংগঠনের সকল পর্যায়ের পদ থেকে তারেক রহমানের নির্দেশক্রমে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন