Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামে এমইএস কলেজে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

চট্টগ্রামে এমইএস কলেজে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

চট্টগ্রাম নগরের ওমরগণি এমইএস কলেজে সংঘর্ষ ঘটনায় এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ৮ থেকে ১০ জন।

সোমবার (১৮ নভেম্বর) দুপুরে ক্যাম্পাসে ছাত্রদলের ব্যানার টানিয়ে অনুষ্ঠান করতে গেলে এ ঘটনা ঘটে।

আহত ওই শিক্ষার্থীর নাম মামুন। তিনি কলেজের এইচএসসি ২য় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আহত ওই শিক্ষার্থীর এক সহপাঠী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কলেজের ছাত্ররাজনীতি নিষিদ্ধ। তবুও ছাত্রদল জোর করে রাজনৈতিক কর্মসূচি করে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা এতে বাধা দিলে তারা গুলি করে।’

তবে ছাত্রদলের কেউ সংঘর্ষে জড়িত নয় বলে দাবি করেছে সংগঠনটির নেতারা।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ। এরপরও কোনো ধরনের অনুমতি ব্যতীত ছাত্রদলের ব্যানারে অনুষ্ঠান শুরু করে ছাত্রদল নেতারা। সেখানে গিয়ে সাধারণ শিক্ষার্থীরা বাধা দিলে একপর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের মারধরও করে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে ওমর গনি এমইএস কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. তারেক আজিজ বলেন, আজকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে প্রতিনিধি দল আসে। আমরা প্রোগ্রাম শেষ করে যাওয়ার সময় কিছু নামধারী ছাত্র নিজেদের মধ্যে হট্টগোল করে। সেখানে প্রশাসনের লোকজন ছিল।

তিনি বলেন, আমাদের কলেজের গত ৪৫ বছর ছাত্রলীগ ছাড়া কেউ ছিল না। ছাত্রলীগের বাচ্চু, ওয়াসিমদের সঙ্গে রাজনীতি করে এখন সাধারণ শিক্ষার্থী সেজে কলেজে অস্থিতিশীল করে তুলতে চাচ্ছে। আমরা সেটি হতে দেবো না।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন