Google search engine
প্রচ্ছদচট্টগ্রামচট্টগ্রামের নতুন মেয়র শাহাদাত হোসেনের শপথ ৩ নভেম্বর

চট্টগ্রামের নতুন মেয়র শাহাদাত হোসেনের শপথ ৩ নভেম্বর

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত নতুন মেয়র শাহাদাত হোসেন শপথগ্রহণ করবেন আগামী ৩ নভেম্বর।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে, স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ ৩ নভেম্বর মেয়র শাহাদাত হোসেনকে শপথ পড়াবেন।

আর আগে ২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।

তবে ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ওই মাসেই নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত। সরকার পরিবর্তনের পর এ বছরের ১ অক্টোবর সেই মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন।

আদালতের রায় অনুযায়ী ইসি সচিবালয় ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করে। এরপরই তার শপথের উদ্যোগ নেয়া হয়। এর মধ্যে সোমবার স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান হবে।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর সব সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক বসানো হয়েছিল। এখন সারাদেশের মধ্যে কেবল চট্টগ্রাম সিটিতেই একজন মেয়র দায়িত্বে থাকবেন।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন