চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ছলিমপুরে একটি পুলিশ ভ্যানকে ট্রেন ধাক্কা দিলে পুলিশের তিন কনস্টেবল নিহত হয়েছেন।
২৭ আগস্ট, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহতরা হলেন, মিজান, হোসেন, ইসকান্দর।
ওসি তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত তিনজন সীতাকুণ্ড থানায় কন্সটেবল পদে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সীতাকুণ্ডের ছলিমপুর-ফকিরহাট নামক রেলক্রসিং অতিক্রম করার সময় একটি ট্রেন পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
এছাড়া, গাড়িতে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।