Google search engine
প্রচ্ছদলিডনিষেধাজ্ঞার প্রথম দিনেই প্রায় ২০০ কেজি ইলিশ জব্দ

নিষেধাজ্ঞার প্রথম দিনেই প্রায় ২০০ কেজি ইলিশ জব্দ

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৪ এর প্রথম দিনে রোববার (১৩ অক্টোবর) চাঁদপুরে হাজীগঞ্জ বাজারে নিষেধাজ্ঞার প্রথম দিনেই ইলিশ বিক্রির সময় তিন মাছ বিক্রেতাকে তিন হাজার টাকা করে নয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় তাদের হেফাজতে থাকা ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (১৩ অক্টোবর) রাত ১০টার দিকে হাজীগঞ্জ বাজারস্থ বালুর মাঠ পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান জানান, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা ও কেনা-বেচায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রথম দিনেই ইলিশ মাছ বিক্রয়ের সময় হাজীগঞ্জ বাজারের তিনজন ব্যবসায়ীকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১৯৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। জব্দ ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এসময় তার সঙ্গে ছিলেন হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সুলতানা রাজিয়া।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন