Google search engine
প্রচ্ছদরাজনীতিবিএনপিতে চাঁদাবাজ-দখলদারদের ছাড় দেয়া হবে না: নজরুল ইসলাম খান

বিএনপিতে চাঁদাবাজ-দখলদারদের ছাড় দেয়া হবে না: নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশে একটি অরাজক পরিবেশ ও বিশৃঙ্খলা তৈরি করার পাঁয়তারা চলছে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। বিএনপিতে যাদের বিরুদ্ধে চাঁদাবাজি এবং দখলবাজির অভিযোগ আসবে, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। যারা এগুলোতে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ আইনি ব্যবস্থাও নেয়া হবে।

বুধবার বিকেলে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের এক যৌথসভায় তিনি এসব কথা বলেন। বিপ্লব পরবর্তী সড়ক, শিল্পকারখানা, বন্দর, গার্মেন্টসসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধ এবং শান্তি বজায় রক্ষার্থে এ সভা অনুষ্ঠিত হয়।

নজরুল ইসলাম বলেন, দেশকে চাঁদাবাজ ও দখলমুক্ত করতে আমরা জনগণের কাছে ওয়াদাবদ্ধ। যেকোনো কিছুর বিনিময়ে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে। এতদিন জনগণের ওপর অত্যাচার চালিয়ে ক্ষান্ত হয়নি পতিত সরকার। এখন রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শিমুল বিশ্বাস, শ্রমিক নেতা এম নাজিম উদ্দীন, হুমায়ুন কবির খান, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া, সদস্য সচিব বদরুল আলম সবুজ, উত্তরের আহ্বায়ক শাহ আলম রাজা, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমুখ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন