Google search engine
প্রচ্ছদজাতীয়বিচারকাজে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন আইনজীবী ও সাক্ষীরা

বিচারকাজে ভার্চুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন আইনজীবী ও সাক্ষীরা

অডিও-ভিডিও বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে মামলার পক্ষগণ, আইনজীবী ও সাক্ষীরা ভার্চুয়ালি বিচারকাজের শুনানিতে অংশ নিতে পারবেন। এ লক্ষ্যে গতকাল রবিবার নির্দেশনামুলক বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে আদালত কর্তৃক অনুসরণীয় ‘প্র্যাকটিস নির্দেশনা’য় বলা হয়, আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ ধারার ক্ষমতাবলে প্রধান বিচারপতি এ প্র্যাকটিস নির্দেশনা জারি করেছেন। শুনানিকালে আদালতপ্রান্তে একজন ও দূরবর্তী প্রান্তে একজন সমন্বয়কারী থাকবেন। আদালতপ্রান্তে আদালত নিজে অথবা আদালতের মনোনীত কেউ সমন্বয়কারী থাকবেন।

এ নির্দেশনার ফলে কারাগার কিংবা দেশের বাইরে বসেও বিচারপ্রত্যাশী বা বিচারসংশ্লিষ্টরা শুনানিতে অংশ নিতে পারবেন। এ ক্ষেত্রে দেশের বাইরে বাংলাদেশের সংশ্লিষ্ট কনস্যুলেট/ দূতাবাস হাইকমিশনারের একজন কর্মকর্তা দূরবর্তী প্রান্তে সমন্বয়কারী হিসেবে থাকবেন। অন্যদিকে কারাগারে সংশ্লিষ্ট কারাগারের জেল সুপারিনটেনডেন্ট বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি সমন্বয় করবেন। এ ছাড়া হাসপাতাল, সেফ হোম, শিশু উন্নয়ন কেন্দ্র, নিরাপত্তামূলক হেফাজত ও অন্য যেকোনো স্থানে শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিগণ সমন্বয়কারী হিসেবে থাকবেন।

বিচারের পদ্ধতির বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার পক্ষগণ, সাক্ষী, অভিযুক্ত ব্যক্তি, আইনজীবী ও বিশেষজ্ঞের আবেদনক্রমে বা আদালত স্বতঃপ্রণোদিত হয়ে যেকোনো মামলার যেকোনো পর্যায়ে কার্যক্রম অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের নির্দেশ দিতে পারবেন। তবে, বিষয়টি আবশ্যিক কি না তা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত দিতে হবে। এ ছাড়া অডিও-ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য গ্রহণের পূর্বে উপস্থিত অভিযুক্ত ব্যক্তি বা সাক্ষীকে উক্ত স্থান থেকে অডিও-ভিডিও সংযোগের মাধ্যমে আদালতপ্রান্তে সংশ্লিষ্ট বিচারক কর্তৃক শপথ পাঠ করাতে হবে।

প্রধান বিচারপতি কর্তৃক পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের এই নির্দেশনা কার্যকর থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন