Google search engine
প্রচ্ছদলিডশিক্ষাঙ্গনে বল প্রয়োগ ও ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না:...

শিক্ষাঙ্গনে বল প্রয়োগ ও ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষাঙ্গনে বল প্রয়োগ করা যাবে না এবং কাউকে ব্যক্তিগতভাবে অপমানিত করা যাবে না। যে যত অন্যায় করুক না কেন, নিয়মমাফিক যত দ্রুত পারা যায় ব্যবস্থা নেয়া হবে।

তিনি এসময় জানান, নতুন শিক্ষানীতি করতে আরও সময় লাগবে। সময় থাকলে পুরো শিক্ষাক্রম সাজিয়ে বই দিতে পারতেন। কিন্তু সেই সময় নেই। তাই আগামী বছরের পাঠ্যবইয়ের মলাটে পরিবর্তন আসতে পারে।

বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

তিনি বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষক–শিক্ষার্থীদের যে ধরনের সম্পর্ক আশা করা হয়, সেটি ফিরিয়ে আনতে হবে। তাঁরা চান গুণমানসম্পন্ন শিক্ষা।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির সাবেক অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ মনে করেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় সবচেয়ে দুর্বল জায়গা হলো মাধ্যমিক শিক্ষা। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সরকারি হলেও মাধ্যমিক শিক্ষায় ব্যাপক অনিয়ম ও অবহেলা দেখা গেছে, যা শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় যাওয়ার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন