Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকদ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনায় ইরান ও রাশিয়া

দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনায় ইরান ও রাশিয়া

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার রুশ সমকক্ষ ব্লাদিমির পুতিন বৃহস্পতিবার টেলিফোনে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন।

ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের ওয়েবসাইটে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক কাঠামো স্তরে দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নত করতে রাশিয়ার ইচ্ছা প্রকাশ করার সময় পুতিন জ্বালানি, ট্রানজিট এবং বাণিজ্যের ক্ষেত্রে মস্কো-তেহরান সহযোগিতার ‘গতিশীল ও সম্প্রসারণের’ প্রশংসা করেছেন।

রাশিয়ান নেতা দক্ষিণ ইরানের ফারস প্রদেশে শাহ চেরাঘ মাজারে রবিবারের ‘সন্ত্রাসী’ হামলার নিন্দা করেছেন। হামলায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়। পুতিন ইরান সরকার, জনগণ এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

রাইসি ইরান-রাশিয়া অর্থনৈতিক সহযোগিতার প্রক্রিয়া পর্যালোচনা করে বিভিন্ন যৌথ প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষ করে ট্রানজিট ও জ্বালানি খাতে।

মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞার অধীনে ইরান এবং রাশিয়া উভয়ই সম্প্রতি মার্কিন পদক্ষেপের মোকাবিলায় দ্বিপাক্ষিক রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রসারিত করেছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন