চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন চবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুর রহমান। রোববার (১১ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে এই ঘোষণা দেন তিনি।
সমন্বয়ক আব্দুর রহমান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান নির্লজ্জ প্রশাসন নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য একটা গোষ্ঠীর সঙ্গে আপস করছেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি বহাল এবং হলগুলো একটি পক্ষের হাতে তুলে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছেন। আমরা উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছিলাম কিন্তু তিনি পদত্যাগ করেননি। আমরা এই নির্লজ্জ উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করলাম। তিনি এই বিশ্ববিদ্যালয়ে আর প্রবেশ করতে পারবেন না।
এর আগে আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তাদেরকে ‘ভ তে ভিসি, তুই দালাল তুই দালাল,’ ‘হৈহৈ রৈরৈ, দালাল ভিসি গেলি কই?,’ ‘নির্লজ্জের গদিতে আগুন জ্বালো একসাথে,’ ‘এক দফা এক দাবি, প্রশাসন তুই এখনি যাবি,’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের, চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে, চবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সেকান্দর চৌধুরী এবং প্রক্টরিয়াল বডিসহ হল প্রভোস্টদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রশাসনের সকল কর্মকর্তাদের পদত্যাগের আল্টিমেটাম দেয় তারা। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও তিনটি হলের প্রভোস্ট পদত্যাগ করলেও প্রশাসনের বাকি কর্মকর্তারা পদত্যাগ করেননি। এরই প্রেক্ষিতে শিক্ষার্থীরা কঠোর হয়ে আজ রোববার চবি উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছেন।