Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিক‘আর্মি ২০২৩’ ফোরাম সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন ঘটাবেঃ...

‘আর্মি ২০২৩’ ফোরাম সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন ঘটাবেঃ পুতিন

অন্যান্য দেশের সাথে রাশিয়া যৌথ মহড়াসহ সামরিক সহযোগিতার বিকাশ ঘটাতে প্রস্তুত বলে জিনিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার এক বার্তায় তিনি ওই প্রস্তুতির কথা জানান।

বার্তা সংস্থা তাস আরো জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিন ইন্টারন্যাশনাল মিলিটারি ফোরাম ‘আর্মি ২০২৩’ এর সূচনায় দেয়া এক বার্তায় অন্যান্য দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধির কথা জানান।

৭টি দেশের ৮৫টি কোম্পানিসহ এতে প্রায় দেড় হাজার প্রতিরক্ষা কোম্পানি অংশ নিচ্ছে।

পুতিন বলেন, আমরা কর্মীদের প্রশিক্ষণ দেয়া, সৈন্যদের দক্ষতা বৃদ্ধি করা এবং যৌথ মহড়াসহ বিস্তৃত ক্ষেত্রে সহযোগিতা করতে আগ্রহী।

আগের মতো এবারো ফোরামের অবকাশে রপ্তানি চুক্তিসহ গুরুত্বপূর্ণ বহু চুক্তি স্বাক্ষর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুতিন।

তিনি আশ্বস্ত করেছেন, এই ফোরাম উদীয়মান বহুমেরুকেন্দ্রিক বিশ্বে স্থিতিশীলতা ও নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়ন ঘটাবে।

ইন্টারন্যাশনাল মিলিটারি ফোরাম ‘আর্মি ২০২৩’ এবার পশ্চিম মস্কোতে অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে এই অ্যাসেম্বলি চলবে ২০ আগস্ট পর্যন্ত।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন