Google search engine
প্রচ্ছদখেলাধুলারোনালদোর জোড়া গোলে ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতল আল নাসর

রোনালদোর জোড়া গোলে ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতল আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে প্রথমবার আরব ক্লাব চ্যাম্পিয়নশিপ কাপ জিতল আল নাসর। সৌদি আরবের ক্লাবে নাম লেখানোর পর প্রথমবারের মতো কোনো শিরোপার স্বাদ পেলেন সিআর সেভেন।

চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ পেলেন পর্তুগিজ তারকা। এর আগে রোনালদোর সর্বোচ্চ অর্জন ছিল রানার আপ শিরোপা।

কিং ফাহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স কাপের ফাইনালটা ছিল বেশ জমজমাট। ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকতে হয় দুই দলকেই।

৫১ তম মিনিটে ডেডলক ভাঙেন আল হিলালের মিখাইল। ম্যাচের ৭১ তম মিনিটে হোঁচট খায় আল নাসর। ডিফেন্ডার আবদুল্লাহ আল আমেরিকে দেখতে হয় লাল কার্ড। আর তাতেই ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।

এদিকে গোল হজম করে ম্যাচে ফিরতে মরিয়া আল নাসর সমতায় ফেরে ৭৪ তম মিনিটেই। রাইট ব্যাক সুলতান আল ঘানামের ক্রস থেকে দলকে সমতায় ফেরান রোনালদো। চার মিনিট বাদেই বড় ধাক্কা খায় রোনালদোর দল। আরেক ডিফেন্ডার নাওয়াফ বুশাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

৭৮ মিনিটে আরেক ডিফেন্ডার বাউশালও লাল কার্ড দেখেন। তবে তিনি বেঞ্চে থেকেই লাল কার্ড দেখেন বলে চাপ আর বাড়েনি আল নাসর এর।

নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ গোলের সমতায়। অতিরিক্ত সময়ে ব্যবধান গড়ে দেন সি আর সেভেন। ৯৮ মিনিটে হেডে গোল করে আল নাসরের জয় নিশ্চিত করেন এই পর্তুগিজ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন