চলতি বছরের সেপ্টেম্বরে কাজ শেষে অক্টোবরেই উদ্বোধন হওয়ার কথা চট্টগ্রাম-কক্সবাজার রেলপথ। কিন্তু সময়মত এ প্রকল্পের কাজ শেষ করা যাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় গত তিনদিন ধরে ডুবে আছে চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত নির্মাণাধীন রেলপথ। ১০০ দশমিক ৮৩ কিলোমিটার রেললাইনের অবকাঠামো কিছু কিছু স্থানে এরই মধ্যে ক্ষতিগ্রস্তও হয়েছে।
চট্টগ্রামের সাতকানিয়া, চন্দনাইশ; কক্সবাজারের চকরিয়া, ঈদগাহ ও রামুতে রেলপথের দুই পাশে এখনো থইথই পানি। কোথাও কোথাও রেলপথ ডুবে গেছে। ক্ষতি রেললাইনের হয়েছে বিভিন্ন পয়েন্টে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও রোহাগাড়ায়। যদিও ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি রেলওয়ে।
এ বিষয়ে দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, রেললাইন এখনো পানির নিচে তলিয়ে আছে। তাই কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনই বলা সম্ভব হচ্ছে না। বন্যার পানি নেমে গেলে বোঝা যাবে ক্ষতির পরিমাণ।
তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, রামু ও চন্দনাইশ উপজেলার কয়েকটি পয়েন্টে রেললাইন বাঁকা হয়ে গেছে, পাথর সরে গেছে, একদিকে কাত হয়ে গেছে। পানি নেমে গেলেই মেরামতের কাজ শুরু হবে।