Google search engine
প্রচ্ছদবিনোদন৫ নায়িকাকে নিয়ে র‌্যাম্প মাতালেন শাকিব খান

৫ নায়িকাকে নিয়ে র‌্যাম্প মাতালেন শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান অভিনয়ের পাশাপাশি ইতোমধ্যেই ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেছেন।

এবার একঝাঁক নায়িকাদের নিয়ে র‌্যাম্প মাতালেন তিনি।

শুক্রবার (৭ জুন) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪’ অনুষ্ঠানে ভিন্নলুকে হাজির হন শাকিব। শাকিবের পরনে ছিল একটি সাদা স্যুট। নীল আর সাদায় সেজেছিলেন তিনি। চুল ছিল লম্বা, চোখে সানগ্লাস।

এসময় জমকালো আয়োজনে মঞ্চে তার সঙ্গে র‌্যাম্পে হাঁটতে দেখা যায় পরীমণি, বিদ্যা সিনহা মিম, পূজা চেরী, তানজিন তিশা ও সাবিলা নূরকে। এছাড়াও ছিলেন নায়ক ইমন।

শাকিবকে এদিন তুফান সিনেমার লুকে দেখা যায়। ঈদে মুক্তি পেতে যাওয়া তুফান” সিনেমার “লাগে উরাধুরা” গানে নায়িকাদের সঙ্গে পারফর্ম করেন শাকিব। তাদের এই নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এসব তারকাদের ভক্তরা ওই ভিডিও শেয়ার করে মেতে উঠেছেন প্রশংসায়।

এবারের ‘ঢাকা ফ্যাশন ডে-২০২৪ -এর মূল স্পন্সর ছিল শাকিব খানের কোম্পানি হারল্যান নিউইয়র্ক।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন