তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত সিনেমা `পুষ্পা: দ্য রাইজ’ ২০২১ সালে বিশ্বব্যাপী মাতিয়েছিল। এরপর থেকেই সিনেমাটির দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা টু: দ্য রুল’ মুক্তির অপেক্ষায় ছিল দর্শক। চলতি বছরের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। সিনেমাটি দেশে আনছে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট।
নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্ণধার অনন্য মামুন এরইমধ্যে ‘পুষ্পা ২-দ্য রুল’র ভারতীয় পরিবেশকের সঙ্গে আলোচনাও সেরে রেখেছেন। তবে বাংলায় নয়, হিন্দিতেই সিনেমাটি মুক্তি দেবেন বাংলাদেশে। কারণ বিদেশি সিনেমা আমদানি নীতিমালায় রয়েছে যে, কোনো সিনেমার বাংলা ডাবিং বাংলাদেশে মুক্তি দেওয়া যাবে না।
২০২১ সালে মুক্তি পেয়েছিল সুকুমার পরিচালিত প্যান ইন্ডিয়ান সিনেমা ‘পুষ্পা-রাইজ’। আল্লু অর্জুন বাংলাদেশের অনেক দর্শকেরও প্রিয় তারকা। আগামী ১৫ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘পুষ্পা ২’, প্রথম কিস্তির চেয়েও বেশি বাজেট এবং বড় আয়োজনে তৈরি হয়েছে এটি।