Google search engine
প্রচ্ছদজাতীয়নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ...

নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে পুলিশ : আইজিপি

জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করবে। কমিশন যে রকম আদেশ দেবে সে অনুযায়ী দায়িত্ব পালন করবে। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন এ কথা বলেছেন।

আইজিপি বলেন, পুলিশের সক্ষমতা আগের চেয়ে অনেক বেড়েছে। একটা সময় ছিল যখন দেশে জঙ্গিবাদ- সন্ত্রাসবাদের হুলি খেলা চলছিল। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক পুলিশ জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

শুক্রবার (৭ জুলাই) সুনামগঞ্জের ওয়েজখালী পুলিশ লাইন মিলনায়তনে জেলার দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, জঙ্গিবাদ দমনে পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থা মিলেমিশে কাজ করছে। নির্বাচনকালেও সেভাবে পালনের জন্য প্রস্তুতি রয়েছে। নির্বাচনে দায়িত্ব পালনে পুলিশের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সে অনুযায়ী আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে।

আইজিপি আরও বলেন, বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী প্রতিষ্ঠান। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছে। একসময় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলও সুন্দরবন জলদস্যু ও সন্ত্রাসীদের আখড়া ছিল। পুলিশের এখন লজিষ্টিক সাপোর্ট বেড়েছে। প্রযুক্তি ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে দুইশ দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র ও খাদ্যসামগ্রী তুলে দেন আইজিপি।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন