Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকরাখাইনে চীনা বন্দরের কাছের শহর দখলের দাবি আরাকান আর্মির

রাখাইনে চীনা বন্দরের কাছের শহর দখলের দাবি আরাকান আর্মির

দীর্ঘ ৩ মাস লড়াইয়ের পর মিয়ানমারের রাখাইন রাজ্যের দ্বীপ শহর রামরির দখল নেয়ার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। মিয়ানমারে চীনের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (এসইজেড) খুব কাছেই দ্বীপটির অবস্থান। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর পাশেই গভীর সমুদ্রবন্দর নির্মাণের চুক্তি করেছে মিয়ানমারের সামরিক জান্তা ও চীন সরকার। যা বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ। রামরির নিয়ন্ত্রণ ধরে রাখতে ব্যাপক সেনা মোতায়েন করেছিলো জান্তা। বিমান ও যুদ্ধজাহাজ থেকেও হামলা চালায় তারা। তবে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ হারাতেই হলো।

রামরির পতনের বিষয়ে জান্তাবাহিনী এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে এর আগে আরাকান আর্মি যতবার বিভিন্ন শহর, গ্রাম বা অঞ্চল দখলের দাবি করেছে, তার সবগুলোই সত্য বলে প্রমাণিত হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরের মাঝামাঝি রামরি দখলে লড়াই শুরু করে বিদ্রোহীরা। তিন মাসের সংঘাতে ধ্বংস হয় বেশিরভাগ হাসপাতাল, বাজার, স্কুল ও ধর্মীয় স্থাপনা।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন