Google search engine
প্রচ্ছদখেলাধুলাহ্যাজেলউড-স্টার্কের তোপে ১৬২ রানেই গুটিয়ে গেলো নিউজিল্যান্ড

হ্যাজেলউড-স্টার্কের তোপে ১৬২ রানেই গুটিয়ে গেলো নিউজিল্যান্ড

নিজেদের মাঠেও অস্ট্রেলিয়ার সঙ্গে কুলিয়ে উঠতে পারছে না নিউজিল্যান্ড। ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্টে বড় হার। ক্রাইস্টচার্চে আজ (শুক্রবার) থেকে শুরু দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে গেছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার দুই পেসার জস হ্যাজেলউড আর মিচেল স্টার্ককে সামলাতেই গলদঘর্ম কিউইরা। হ্যাজেলউড একাই নিয়েছেন ৫ উইকেট, স্টার্ক তিনটি।

অথচ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না নিউজিল্যান্ডের। ১৯তম ওভার পর্যন্ত খেলে উদ্বোধনী জুটিতে ৪৭ রান তুলে দেন টম লাথাম আর উইল ইয়ং। ৫৭ বলে ১৪ করা ইয়ংকে স্টার্ক এ জুটিটা ভাঙার পরই যেন মরক লাগে কিউই ইনিংসে। ৬৯ বলে ৩৮ রান করে হ্যাজেলউডের শিকার হন লাথাম।

এরপর একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। টম ব্লান্ডেল ২২ করে দলকে কোনোমতে একশ পার করে দেন। ১০৭ রানে ৮ উইকেট হারায় কিউইরা।

নবম উইকেটে ম্যাট হেনরি আর টিম সাউদি ৫৫ রান যোগ না করলে আরও বড় লজ্জায় পড়তো নিউজিল্যান্ড। হেনরি ২৯ আর সাউদির ব্যাট থেকে আসে ২৬ রান। ৪৫.২ ওভারে ১৬২ রানে থামে কিউইদের প্রথম ইনিংস।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন