ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। তিনি বলেছেন, ইঁদুর আমাদের সিটি পরিচালনা করে না। আমরা ওদের বিতারিত করবো। আর এ লক্ষ্যেই বিভিন্ন প্রতিষ্ঠানকে ঢাকনাসহ কন্টেইনার ব্যবহারের নির্দেশনা দিয়ে কড়াকড়ি আরোপ করা হচ্ছে।
ঢাকনা ওয়ালা কনটেইনারে গার্বেজ না রাখলে ব্যবসা প্রতিষ্টানগুলোকে বড় ধরনের জরিমানা গুনতে হবে। কনটেইনারগুলো ৩০ থেকে ৯৬ গ্যালন ধারন ক্ষমতা সম্পন্ন হবে। ডিপার্টমেন্ট অব স্যানিটেশন ইতোমধ্যেই জরিমানার পরিমাণ নির্ধারনের জন্য কাজ শুরু করেছে।
সকল ব্যবসা প্রতিষ্ঠানের আর্বজনা ঢাকনাসহ কনটেইনারে রাখার নিয়ম কার্যকর হবে ৩০ জুলাই থেকে। রেষ্টুরেন্ট, গ্রোসারী স্টোর,ক্যাটারিং সার্ভিস এর প্রতিষ্ঠানগুলোর জন্য এই নিয়ম অধিকভাবে প্রযোজ্য। সিটির ৪০ হাজার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানও এই নতুন নিয়মের আওতায় আসবে।
২৮ জুন বুধবার মেয়র ইঁদুরের বিরুদ্ধে তার যুদ্ধকে আরও গতিশীল করলেন। তিনি এ লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। রেষ্টুরেন্টসহ ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই আর্বজনা ঢাকনাসহ কনটেইনারে রাখতে হবে। শুধু কালো গার্বেজ ব্যাগে ট্র্যাশ রাস্তায় রাখা যাবে না। এই কালো গার্বেজ ব্যাগে রাখা খাদ্য সামগ্রীই ইঁদুরের বেশি পছন্দ। তারা খাদ্যের সন্ধানে এ সব কেটে ফেলে।
মেয়র সাংবাদিকদের বলেন, আমি ইঁদুরকে ঘৃণা করি। এ কথা বারবার বলেও আসছি। ইঁদুর গার্বেজ ব্যাগ পছন্দ করে। তাই এ দুটি সহাবস্থানে থাকতে পারে না। তিনি বাসাবাড়ির গার্বেজও ঢাকনাওয়ালা বিনে রাখার জন্য আহবান জানান।