চট্টগ্রাম নগরীতে বেসরকারি ম্যাক্স ও ন্যাশনাল হাসপাতালে অভিযান চালিয়ে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। হাসপাতালগুলোর ল্যাবে ব্যবহৃত রাসায়নিকের মেয়াদ না থাকার দায় তাদের এ জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথভাবে এ দুটি প্রতিষ্ঠানে অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. মহিউদ্দিন।
সংশ্লিষ্ট কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে দেখা গেছে- নগরীর মেহেদিবাগে ম্যাক্স হাসপাতালের বায়োকেমিস্ট্রি ল্যাবে যেসব রাসায়নিক ব্যবহার করা হচ্ছে, সেগুলোর মেয়াদ নেই। ডিস্টিল্ড ওয়াটার পাওয়া গেছে নিম্নমানের। এজন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া একই ল্যাবে তৈরি করে রাখা বিভিন্ন রোগ নিরুপণী প্রতিবেদনে টেকনোলজিস্টের অগ্রিম স্বাক্ষর দেখতে পান কর্মকর্তারা। ল্যাবটির কার্যক্রম ২৪ ঘন্টা চালু থাকলেও রাতের পালায় কোনো মেডিকেল অফিসার থাকেন না বলে স্বীকার করেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে।
নগরীর মেহেদীবাগে ন্যাশনাল হাসপাতালের বায়োকেমিস্ট্রি ল্যাবে গিয়েও মেয়াদহীন রাসায়নিক পেয়েছেন স্বাস্থ্য পরিচালক। এজন্য তাদেরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে নগরীর আগ্রাবাদে আরও তিনটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে অভিযান চালান জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিযানে আগ্রাবাদের মাদার চাইল্ড এন্ড হাসপাতালের অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন পাওয়ায় সাময়িকভাবে সেটা বন্ধ করে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই এলাকায় মেডি এইড ডায়াগনস্টিক সেন্টারে পর্যাপ্ত নথিপথ সংরক্ষণ না করায় তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তবে ইসলামী ব্যাংক হাসপাতালে অভিযানে পর্যাপ্ত নথিপত্র পাওয়া গেছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।