প্রাণঘাতী করোনা ভাইরাস স্তব্ধ করে দিয়েছিল গোটা বিশ্বকে। তবে বর্তমানে বিশ্বজুড়ে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে যথাসময়ে করোনা টিকার সঠিক প্রয়োগের ফলে। তবে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এখনও পর্যন্ত বেশ কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয়েছে গোটা বিশ্বে।
সর্বপ্রথম এই ভাইরাস শনাক্ত হয় চীনের উহানে। পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। সে সময় অভিযোগ ওঠে এটি উহানের ল্যাব থেকে ছড়িয়ে পড়েছে। এমনকী তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে অনেকবার কথা বলেছেন। তিনি এই ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চীনকেই দোষারোপ করেছেন।
তবে এবার প্রকাশ্যে এল মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট। এতে বলা হয়েছে, করোনা মহামারির শুরুটা যে চিনের উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির কোনও ঘটনা থেকে হয়েছে, তার কোনও অকাট্য প্রমাণ পাওয়া যায়নি।
মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালকের কার্যালয় (ওডিএনআই) থেকে প্রকাশিত চার পৃষ্ঠার প্রতিবেদনে বলা হয়েছে, মহামারির উৎস খুঁজে পেতে সক্ষম না হলেও করোনা ভাইরাসটি কোনও একটি গবেষণাগার থেকে ছড়িয়েছে, এমন সম্ভাবনা এখনও উড়িয়ে দিচ্ছে না মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং অন্য সংস্থাগুলো এখনও কোভিড-১৯ মহামারির সুনির্দিষ্ট উৎস বের করতে পারেনি।
ওডিএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, এটা প্রাকৃতিক না গবেষণাগার থেকে এসেছে—উভয় ধারণার ক্ষেত্রেই নানা তাৎপর্যপূর্ণ অনুমানের ওপর নির্ভর করা হচ্ছে এবং সেগুলো পরস্পরবিরোধী প্রতিবেদনে চ্যালেঞ্জের মুখেও পড়ছে। এতে বলা হয়েছে, উহানের ওই ইনস্টিটিউটে করোনা ভাইরাস নিয়ে ‘বিস্তৃত কাজ’ হলেও এমন কোনও ঘটনার প্রমাণ পাওয়া যায়নি যা থেকে মহামারি হতে পারে।
প্রতিবেদনে বলা হয়েছে, উহান ইনস্টিটিউটে মহামারির আগে সার্সসিওভি-২ বা তার কাছাকাছি কিছু নিয়ে গবেষণা হয়েছে কিংবা গবেষণাজনিত এমন সুনির্দিষ্ট কোনও ঘটনা ঘটেছে, যাতে ইনস্টিটিউটের কোনও কর্মীর সংশ্লিষ্টতা ছিল এবং যার কারণে কোভিড মহামারি শুরু হতে পারে, এমন কিছুর ইঙ্গিত পাওয়া যায়নি।