আগামী ১৯ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ক্রিকেটের জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ- বিপিএল। মাঠের লড়াইয়ে নামতে ইতোমধ্যে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো।
মঙ্গলবার (১৬ জানুয়ারি) নিজেদের সামাজিক মাধ্যমে অধিনায়কের নাম নিশ্চিত করেছে কুমিল্লা ও খুলনার ফ্র্যাঞ্চাইজি।
টুর্নামেন্ট শুরুর দিন তিনেক বাকি থাকতে এনামুল হক বিজয়কে অধিনায়ক ঘোষণা করলো খুলনা টাইগার্স। এবার তুলনামূলক ভালো দলই গড়েছে খুলনা। সঙ্গে আছে এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার।
দলটির অধিনায়ক বিজয় ছাড়াও মাহমুদুল হাসান জয় ও আফিফ হোসেনের মতো পরীক্ষিত ক্রিকেটার আছে স্কোয়াডে। আকবর আলী, পারভেজ হোসেন ইমন, হাবিবুর রহমান সোহানরাও কার্যকরী ভূমিকা রাখতে পারেন।
এদিকে, দশম আসরে কুমিল্লার নেতৃত্ব সামলাবেন লিটন দাস। ৭ দলের মধ্যে ইতোমধ্যে ঠিক হয়ে গেছে চার দলের অধিনায়কও। সাকিব আল হাসান রংপুর রাইডার্সের অধিনায়কত্ব না নেয়ায় দায়িত্ব তুলে দেয়া হয়েছে নুরুল হাসান সোহানের কাঁধে। মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারদের ভিড়ে ফরচুন বরিশালের দায়িত্ব দেয়া হয়েছে তামিম ইকবালকে। যদিও দলটির নেতৃত্ব নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব দেখা যাচ্ছে।