নগরীর বন্দর থানধীন গোসাইলডাঙায় নাম পরিচয়হীন এক ভবঘুরে (৪০) লোককে চাপা দেওয়া অজ্ঞাত কাভার্ডভ্যানসহ চালক আজমত আলী (৬১) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।
গতকাল ০১ অক্টোবর, রবিবার রাত ১০টার দিকে তাকে ফকিরহাট বড় বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার ২৯ সেপ্টেম্বর রাত ৮টার সময় বন্দর থানাধীন গোসাইলডাঙা আমিন ফিউচার পার্ক মার্কেটের সামনে রাস্তায় নাম পরিচয়হীন এক ভবঘুরে লোককে চাপা দিয়ে আত্মগোপন করেন আজমত আলী।
গ্রেফতার আজমত আলী পাবনা জেলার ভেড়ামারা থানার বাসিন্দা।
আজ ০২ সেপ্টেম্বর সোমবার বন্দর থানার উপপরিদর্শক কিশোর মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
বন্দর থানা সুত্রে জানা গেছে, ঘটনার দিন বন্দর থানার টহল টিমের একটি গাড়ি দুর্ঘটনাকবলিত স্থানে অজ্ঞাত একজন লোককে সড়কে পড়ে থাকতে দেখতে পায়। বিষয়টি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তিনি মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল রির্পোটের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানোর নির্দেশ দেন। নিহতের পরনে সাদা চেক লুঙ্গি ও গায়ে কালো গেঞ্জি ছিলো। তবে দুর্ঘটনাকবলিত স্থানের আশেপাশের কেউ নিহতের পরিচয় জানাতে পারেনি। এ দুর্ঘটনায় উপপরিদর্শক বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা কিশোর মজুমদার বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা মহোদয়ের নেতৃত্বে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়। যদিও ফুটেজে গাড়ির নাম এবং নাম্বার পরিস্কার ছিলো না। পরে গাড়ির রঙ শণাক্ত এবং অস্পষ্ট ছবি নিয়ে রহস্য উদঘাটনে খোঁজ খবর নেওয়া শুরু হয়। এক পর্যায়ে জানা যায় গাড়িটি রোকসানা পরিবহণের। পরে রোকসানা পরিবহণের গ্যারেজে গিয়ে গাড়ির সন্ধান মিলে এবং গ্যারেজ থেকে চালকে নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করা হয়।
উপপরিদর্শক কিশোর মজুমদার বলে, চালকের নাম ঠিকানা সংগ্রহের পর তার খোঁজে অভিযান চালানো হয়। পরে ফকিরহাট বড় বাড়ির সামনে থেকে ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করা হয়। ঘাতক ট্রাক জব্দ করে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।