Google search engine
প্রচ্ছদজাতীয়আমাদের উদ্দেশ্য একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া: সিইসি

আমাদের উদ্দেশ্য একটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমাদের লক্ষ্য একটাই, সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া। এ নিয়ে আমাদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। আমরা সর্বতোভাবে চেষ্টা করে যাচ্ছি এটার জন্য। আমাদের লক্ষ্য একটাই।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে নির্বাচন প্রক্রিয়ায় আইসিটি ব্যবহারে নির্বাচন কমিশন সচিবালয়ের সক্ষমতা বৃদ্ধি (সিবিটিইপি) প্রকল্পের আয়োজিত ‘ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আমরা কোনো দল গোষ্ঠী বা ব্যক্তিকে সহযোগিতা করার জন্য মাঠে নামিনি। আমরা নেমেছি একটা সুষ্ঠু-সুন্দর নির্বাচনে জন্য।

নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার ওপর গুরুত্বারোপ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচনটা সুন্দরভাবে দেয়ার চেষ্টা করব। মানুষ যাকে ভোট দেবে, সে–ই জিতবে। আমাদের প্রত্যাশা সেটাই। সুতরাং ভয়ের কোনো কারণ নেই। ফেভার করার কোনো প্রয়োজন নেই। ফেভার করবেনই না।

তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত থাকবেন তাদের এবং দেশবাসী ও সবার সহযোগিতা নিয়ে এক সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।

কর্মশালায় অংশগ্রহণকারীদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন বলেন, আগে তো ফেভার না করলে চাকরি নিয়ে টান পড়ত। ফেভার না করলে অসুবিধা হতো। এখন ফেভার করতে চাইলে অসুবিধা হবে। পুরো জিনিসটাই উল্টা হবে। এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত। এই ব্যাপারে অনড় থাকব, আমরা শক্ত অবস্থানে থাকব।’ তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমরা বুঝি কেউ একজন বিশেষ দলের জন্য, বিশেষ ব্যক্তির জন্য কাজ করছে। বিষয়টি আমাদের নলেজে আসে, তার বিরুদ্ধে অ্যাকশনে যাব। এটা আমাদের ঘোষণা থাকল।

কর্মশালার উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সিলেট অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ; উপপ্রধান ও সিবিটিইপির প্রকল্প পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান; মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এবং নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান। স্বাগত বক্তব্য দেন মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী। এতে বক্তব্য দেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন