Google search engine
প্রচ্ছদজাতীয়‘বিতর্ক নিরসনে পাঠ্যপুস্তকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে’

‘বিতর্ক নিরসনে পাঠ্যপুস্তকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে’

বাংলাদেশের স্বাধীনতায় অবদান রাখার পরও ৫০ বছর ধরে চলমান বিতর্ক নিরসনেই এবারের পাঠ্যপুস্তকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলে জানিয়েছেন, শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ২০১০ সাল থেকে কোনো বছরেই মার্চের আগে বই যায়নি। কোনো কোনো বছর বই গিয়েছিল জুন-জুলাইয়ে। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দিয়েছি। ৫০ বছর ধরে বাংলাদেশের ইতিহাস বিতর্কিত হয়েছে- সেটি নিয়ে কোনো সম্পাদকীয়, উপসম্পাদকীয় ছাপা হয়নি। অথচ রংপুরের আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল হওয়া নিয়ে ব্যাপক নিউজ হয়েছে। আমরা বলছি ভুলভ্রান্তি হতে পারে। সেগুলো সংশোধন করা হবে।

ওয়াহিদ উদ্দিন মহামুদ বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে অরাজনৈতিক অভিভাবক (ভিসি) বসিয়ে অস্থিরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অস্থিরতা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

চলতি অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন অন্তর্বর্তী সরকারের নেয়া প্রকল্পে আসায় এডিপি বাস্তবায়নেও গতি আসবে। আর গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা। দেশে এখনো মূল্যস্ফীতি বেশি আছে। আগামীতে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, মজুরির হিসাব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) দিতে পারবে। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়।

তিনি বলেন, জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারায় দীর্ঘমেয়াদি ক্ষতি হয়েছে। সুশাসিত শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারলে জনমিতির সুবিধা কাজে লাগাতে না পারার ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব হবে। সংস্কার বলি বা যাই বলি না কেন গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত।

বাংলাদেশে ভোজ্যতেলে স্বয়ংসম্পূর্ণ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে তিনি আরও বলেন, আগামীর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য দেশের পানি ব্যবস্থাপনার সার্বিক চিত্র তৈরি করা দরকার।

একনেক ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকার ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর মধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন