Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকফেব্রুয়ারিতে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারিতে ঢাকা আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২০১২ সালের পর এটি হতে চলেছে কোনো পাকিস্তানি মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। তবে সবকিছু ঠিক থাকলে ৫ থেকে ৭ ফেব্রুয়ারি নাগাদ একদিনের সফরে ঢাকা আসবেন তিনি।

শুক্রবার (৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, ইসহাক দার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দক্ষিণ–পূর্ব এশিয়ার একটি দেশ সফরের সময় বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ গত বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অণু বিভাগ) ইশরাত জাহানের সঙ্গে এ সফরের বিষয়ে মন্ত্রণালয়ে আলোচনা করেছেন।

৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার ওপর জোর দিচ্ছে পাকিস্তান। গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এবং গত ডিসেম্বরে কায়রোতে ডি-৮ শীর্ষ সম্মেলনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী দুবারের আলোচনাতেই প্রধান উপদেষ্টাকে ইসলামাবাদ সফরে নেয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন।

এদিকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, সফরের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। সবশেষ ২০১২ সালের নভেম্বরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার ঢাকা এসেছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-এইট শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে বিশেষ দূত হিসেবে ১২ ঘণ্টার সফর করেন তিনি।

জানা গেছে, এ বছরের জুনে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের নির্মাণ কাজ শেষ হতে পারে। এর উদ্বোধন ঘিরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ইসলামাবাদে নেয়া যায় কি না, সে বিষয়ে চিন্তাভাবনা করছেন পাকিস্তান।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন