Google search engine
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের শুনানি আজ, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের শুনানি আজ, সতর্ক অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আজ (বৃহস্পতিবার) চট্রগ্রাম আদালতে শুনানি হবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত ও কারাগারের সামনে সড়কে দেয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) চট্টগ্রাম আদালতে শুনানি হবে।

এ কারণে সকাল থেকেই আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এর আগে ৩ ডিসেম্বর মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামিপক্ষের কেউ ছিলেন না। তাই রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ ২ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন আদালত।

অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধুম্রজাল।

জানা গেছে, চিন্ময় কৃষ্ণদাসকে আজ সকালে আদালতে আনা হবে।

এর আগে ২৬ নভেম্বর তাকে আদালতে আনার সময় ব্যাপক সংঘর্ষ হয় আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে চিন্ময় দাসের অনুসারীদের। যার ফলস্বরূপ অ্যাডভোকেট আলিফ মারা যান। এ পরিস্থিতি এড়াতে আজ কড়া নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা নেয়া হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন