Google search engine
প্রচ্ছদআন্তর্জাতিকগাজা পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদ

গাজা পরিস্থিতি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে নিরাপত্তা পরিষদ

গাজা যুদ্ধ নিয়ে আজ সোমবার রুদ্ধদ্বার বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

জানা গেছে, সংযুক্ত আরব আমিরাত ও চীনের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৈঠকে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে একটি নতুন প্রস্তাব গ্রহণের বিষয়টি নিরাপত্তা পরিষদ বিবেচনায় নিতে পারে বলে জানা গেছে।
নতুন প্রস্তাবটির উদ্যোক্তা নিরাপত্তা পরিষদের নির্বাচিত ১০ সদস্য।

যুদ্ধবিরতি বা মানবিক বিরতির আহ্বান জানিয়ে আনা চারটি প্রস্তাব ইতোমধ্যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটোর কারণে ভেস্তে গেছে।

নিরাপত্তা পরিষদ শেষ দুটি প্রস্তাব পাসে ব্যর্থ হওয়ার পর ১০ দিনের বেশি সময় পেরিয়ে গেছে।

উল্লেখ্য, ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিকভাবে নজিরবিহীন অভিযান পরিচালনা করে। এরপর ইসরায়েল তার বর্বর যুদ্ধ মেশিন চালু করে। সেদিন থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দখলদার সেনাদের পাশবিক হামলায় ৪,০০৮ শিশু ও ২,৫৫০ নারীসহ ৯,৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার ২৩ লাখ অধিবাসীর জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও খাবার পানির সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে তেল আবিব। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোর ওপর প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছেন।

ইসরায়েলের হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে গাজায় মানবিক যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। তবে ইসরায়েল তা প্রত্যাখ্যান করে আসছে। যুদ্ধবিরতির প্রশ্নে ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা সরাসরি জানিয়ে দিয়েছে, তারা পূর্ণ যুদ্ধবিরতি চায় না। সূত্র: আল জাজিরা

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন