৪৩তম বিসিএসের চূড়ান্ত গেজেটে বাদ পড়া ২২৭ জনের গোয়েন্দা তথ্য পুনর্বিবেচনার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের সঙ্গে সচিবালয়ে দুইটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া, তেতাল্লিশতম বিসিএস পরীক্ষায় বাদ পড়াদের মধ্যে একটি অংশকে ‘ফৌজদারি ও রাষ্ট্রদ্রোহের অপরাধের ইতিহাস না থাকা সাপেক্ষে’ নিয়োগ দেয়ার উদ্যোগের কথা বলেছেন জনপ্রশাসন সচিব।
সচিবালয়ে এ বিষয়ে এক সভা শেষে তিনি বলেন, ফৌজদারি অপরাধ, রাষ্ট্রদ্রোহের অপরাধ, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বহিষ্কৃত হয়েছিল অথবা এমন কোনো হিডেন অপরাধ করেছে, যেটা সামনে আসছে… এরা ছাড়া অন্যদের নিয়োগপ্রাপ্তি শুধু একটি প্রক্রিয়ার ব্যাপার, তারা এটি পাবে।
ফাইল প্রধান উপদেষ্টার দপ্তর এবং রাষ্ট্রপতির কার্যালয় ঘুরে এলে ‘দুই-তিন দিনের মধ্যে’ নতুন নিয়োগের তালিকা প্রকাশ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন সচিব।
৪৩তম বিসিএসে নিয়োগের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে নতুন প্রজ্ঞাপন জারি করে গত ৩০ ডিসেম্বর। এতে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েন ১৬৮ প্রার্থী। এর আগে ১৫ অক্টোবরের প্রজ্ঞাপনে বিভিন্ন ক্যাডারে বাদ পড়েছিলেন ৯৯ জন। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়েন মোট ২৬৭ জন। এর মধ্যে ৪০ জন স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হননি। তাই তারা পুনর্বিবেচনার জন্য বিবেচিত হবেন না। ফলে ২২৭ জনের তথ্য পুনর্বিবেচনা হবে।
সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পুনর্বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্টদের ইতিবাচক থাকার নির্দেশ দিয়েছেন।