Google search engine
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: দুদক

শেখ হাসিনা হাজির না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: দুদক

দুর্নীতির অভিযোগ থেকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সদস্যদের তলব করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হাজির না হলে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের মহাপরিচালক আখতার হোসেন।

আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, দুর্নীতির অভিযোগ ওঠার কারণে শেখ হাসিনাসহ তার দলের অন্যদের আত্মপক্ষ সমর্থনের জন্য তলব করা হবে। তা না মানা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুদকের নামে চাঁদাবাজির অভিযোগে তিন ভুয়া কর্মকর্তাকে গ্রেফতার করেছে সংস্থাটি। সাতজনকে আসামি করে পল্টন থানায় মামলাও করা হয়েছে বলে জানান মহাপরিচালক।

উল্লেখ্য, আওয়ামী লীগ আমলের ১৫ বছরে গুমের অভিযোগে আজ সোমবার শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ১২ ফেব্রুয়ারির মধ্যে তাদের গ্রেফতার করে ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন