Google search engine
প্রচ্ছদজাতীয়সচিবালয়ে আগুন: ঘটনাস্থলে তদন্ত কমিটির পরিদর্শন

সচিবালয়ে আগুন: ঘটনাস্থলে তদন্ত কমিটির পরিদর্শন

সচিবালয়ে আগুনের ঘটনায় কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির সদস্যরা আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) ক্ষতিগ্রস্থ ভবনটি পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তদন্ত কমিটি কাজ শুরুর কথা জানিয়েছেন কমিটির সদস্য সচিব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

সচিবালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা এ বিষয়ে মন্তব্য করার মত অবস্থা হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি, তদন্ত সাপেক্ষে বাকি কথা বলা যাবে।

সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে একে একে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা বেজে যায়।

প্রায় ১০ ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

এসব ফ্লোরে রয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ কয়েকটি দপ্তর।

এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।

সচিবালয়ের সাত নম্বর ভবনে বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুনের খবর পেয়ে একে একে সেখানে যায় ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা বেজে যায়। প্রায় ১০ ঘণ্টা ধরে জ্বলতে থাকা এই আগুনে সচিবালয়ের সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন