Google search engine
প্রচ্ছদজাতীয়আগস্টেও বন্যার শঙ্কা, বইবে মৃদু তাপপ্রবাহও

আগস্টেও বন্যার শঙ্কা, বইবে মৃদু তাপপ্রবাহও

আগস্টেও দেশের কিছু অঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চলতি বর্ষা মৌসুমে কয়েক দফা বন্যা গেছে। এর ধাক্কা সামলে উঠতে উঠতেই এই বন্যার পূর্বাভাস দেয়া হলো।

একইসঙ্গে চলতি আগস্ট মাসে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ হতে পারে। দেশে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহও বয়ে যেতে পারে। সেই সঙ্গে চলতি মাসে ‘স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা’র কথা জানানো হয়েছে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে।

ভারী বর্ষণ ও উজানের ঢলে জুনের দ্বিতীয়ার্ধে দেশের অভ্যন্তরে ভয়াবহ বন্যার কবলে পড়ে উত্তর-পূর্বাঞ্চল। দুই সপ্তাহ ধরে দুর্ভোগে থাকেন সিলেট, সুনামগঞ্জসহ আশপাশের জেলার বাসিন্দারা। এর মধ্যে উত্তরাঞ্চলেও পানি বেড়ে নিম্নাঞ্চল তলিয়ে যায়।

উজানের ঢলে জুলাইয়ের শুরুতেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা দেখা দেয়। অনেক গ্রাম এতে প্লাবিত হয়।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, চলতি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে দুই-তিনদিন মাঝারি ধরনের বজ্রঝড় হতে পারে। এছাড়া সারাদেশে তিন-চারদিন হালকা বজ্রঝড় হতে পারে।

এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ (৩৬-৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে। সেই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

ভারী বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু জায়গায় স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন