Google search engine
প্রচ্ছদলিডমিয়ানমারের আরও ৮৮ সীমান্তরক্ষীর বাংলাদেশে প্রবেশ

মিয়ানমারের আরও ৮৮ সীমান্তরক্ষীর বাংলাদেশে প্রবেশ

টেকনাফ সীমান্ত দিয়ে নতুন করে আরও ৮৮ জন মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী (বিজিপি) সদস্য অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তারা নৌকায় নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে টেকনাফ কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন। তাদের কোস্টগার্ড হেফাজতে রাখা হয়েছে।

রোববার দুপুরে টেকনাফের শাহপরীর সাবরাং ইউনিয়ন এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে।

স্থানীরা জানান, রোববার সকালে নাফ নদী পেরিয়ে টেকনাফের সাবরাং সীমান্তে অস্ত্রসহ বিজিপির ৮৮ সদস্য টেকনাফ কোস্ট গার্ড সদস্যদের কাছে আত্মসমর্পণ করেন।

এর আগে শনিবার অন্তত ৩৬ বিজিপি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। এর মধ্যে সাবরাং আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন, নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ এবং নাজিরপাড়া সীমান্ত দিয়ে দুইজন প্রবেশ করেন।

এর আগে বাংলাদেশে পালিয়ে আসা বিজিপি ও মিয়ানমার সেনাবাহিনীর ৬১৮ জনকে দুই দফায় সে দেশে ফেরত পাঠানো হয়। এর মধ্যে ২৫ এপ্রিল ২৮৮ বিজিপি-সেনা এবং ১৫ ফেব্রুয়ারি ৩৩০ বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে মিয়ানমারে ফেরত পাঠায় বাংলাদেশ।

spot_img
spot_img

এই বিভাগের আরও পড়ুন

চট্টগ্রাম

সারাদেশ

বিশেষ-সংবাদ

বিনোদন